পঙ্গপালের হামলা হতে পারে পশ্চিমবঙ্গেও, দেখা দিতে পারে দুর্ভিক্ষ!



Odd বাংলা ডেস্ক: ভারতের আকাশে আর এক আতঙ্কের ছায়া। করোনা বিপর্যয়ের মধ্যেই ভারতে নয়া ত্রাস পঙ্গপাল। প্রতিদিন দেশের নতুন নতুন এলাকায় আক্রমণ করছে শস্যখেকো এই পরিযায়ী পতঙ্গ বাহিনী। মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ফসলের দফারফা করে এবার তারা ঢুকে পড়েছে মহারাষ্ট্রে। গত কয়েক দিনে পূর্ব মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের চার থেকে পাঁচটি গ্রাম এখন ঝাঁকে ঝাঁকে উড়ে আসা পঙ্গপালের কবলে। মহারাষ্ট্রের কৃষি দফতরের জয়েন্ট-ডিরেক্টর রবিন্দ্র ভোঁসলে বলেছেন, 'অমরাবতী জেলা হয়ে পঙ্গপালরা রাজ্যে ঢুকেছে। তখন তারা ওয়ার্ধাতে এসেছিল। এখন তারা নাগপুরের কাটোল তহশিল পর্যন্ত পৌঁছে গিয়েছে।' তিনি আরও জানিয়েছেন, পঙ্গপালরা খাবারের জন্য দিনের বেলায় ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায়। একেক ঝাঁকে কয়েক লাখ থেকে এক হাজার কোটি পতঙ্গ থাকতে পারে। আর যে যেখানে তারা একবার আক্রমণ করে, সেখানে খাদ্য শেষ না হওয়া পর্যন্ত যায় না। ফলে একবার কোনও এলাকায় পঙ্গপাল আক্রমণ করলে ফসলের দফারফা হয়। যে কারণে পঙ্গপালদের হাত থেকে ফসল ও সবজি রক্ষার জন্য কীটনাশক স্প্রে করার জন্য কর্মী নিয়োগ করেছে জেলা প্রশাসন ও কৃষি দফতর। এদিকে, পঙ্গপালের আতঙ্কে প্রমাদ গুনছে অন্যান্য রাজ্যও। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 'হাই অ্যালার্ট' জারি করা হয়েছে মথুরা এবং দিল্লিতে। মথুরা জেলা প্রশাসনের তরফে ইতোমধ্যে টাস্কফোর্স এবং বিশেষ নজরদারি টিম তৈরি করা হয়েছে। চাষিদের কম দামে কীটনাশক দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও খবর। এর পাশাপাশি তাদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন পঙ্গপালের দল ক্রমে উত্তর-পূর্ব দিকে অগ্রসর। এরকম চলতে থাকলে পশ্চিমবঙ্গের ওপর হামলা চালাবে এই পোকার দল। আমফানের কারণে এমনইতেই পশ্চিমবঙ্গের বহু চাষের জমি নষ্ট হয়েছে। এবার যদি পঙ্গপালের হামলা হয় তাহলে রাজ্যে দেখা দিতে পারে দুর্ভিক্ষ।  
Blogger দ্বারা পরিচালিত.