লক্ষ্মী-সরস্বতী ছাড়াও আরও তিন কন্যা আছেন শিবের, জানাচ্ছে 'শিব পুরাণ'
Odd বাংলা ডেস্ক: শিবের সংসারে সন্তানের সংখ্যা কত? সনাতন ভারতের সঙ্গে পরিচিত ব্যক্তিমাত্রেই চোখ বুজে বলে দেবেন— চার। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। কিন্তু হঠাৎ যদি কেউ বলেন, শিবের আরও তিন কন্যা বিদ্যমান, তাহলে খটকা লাগে বই কী। কিন্তু ‘শিব পুরাণ’-এর পাতা উল্টোলে শিবের আরও তিন কন্যার সন্ধান সত্যিই পাওয়া যায়। এঁদের নাম— অশোক সুন্দরী, জ্যোতি ও মনসা।
জানা যাক এঁদের কাহিনি।
• এক সময়ে পার্বতী কৈলাস পর্বতে তীব্র একাকীত্ব বোধ করেন। তিনি তাঁর সঙ্গী হিসেবে অশোক সুন্দরীকে সৃষ্টি করেন। তাঁর একাকীত্বের শোককে ভোলাতে সমর্থ বলেই এই বালিকার নাম হয় অশোক। কিংবদন্তি অনুসারে, যখন শিবের সঙ্গে যুদ্ধে গণেশ তাঁর মস্তক হারান, তখন অশোক সুন্দরী সেই মস্তক নুনের থলিতে লুকিয়ে রাখেন। সেই থেকেই লবন বা নুন জীবনের প্রধান স্বাদে পরিণত হয়। গুজরাতে আজও পূজিতা হন দেবী অশোক সুন্দরী।
• ‘জ্যোতি’ শব্দের অর্থ ‘আলোক’। একটি কাহিনি অনুসারে, তিনি মহাদেবের দেহ-নির্গত জ্যোতি থেকে জন্ম নেন। অন্য এক কাহিনি জানায়, তিনি পার্বতীর তৃতীয় নয়ন থেকে আবির্ভূত হন। তামিলনাডুর বেশ কিছু মন্দিরে তিনি দেবী জ্বালামুখী নামে পূজিতা।
• মনসার কাহিনির উৎস বাংলা। তিনি সর্পকুলের অধিষ্ঠাত্রী। পুরাণ মতে, শিবের স্পর্শে সর্পমাতা কদ্রু গর্ভবতী হন এবং মনসার জন্ম দেন। মনসা কাল্ট বঙ্গসংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ।
Post a Comment