প্রতারণা! বাণিজ্যমেলা থেকে চাদর কিনে ঘরে এসে দেখলেন লুঙ্গি !



Odd বাংলা ডেস্ক: বাড়ির চাদর নষ্ট হয়ে গিয়েছে। নানান জায়গায় ছোপ ছোপ দাগ। আত্মীয় স্বজন আসলে খাটে বসতে চায় না। অবহেলা করে। ফলে লোকসমাজের সামনে অসম্মানিত হয় মহম্মদ ইসমাইল। তাই নতুন চাদর কেনার স্বপ্ন নিয়ে বাংলাদেশের বাণিজ্যমেলায় যান তিনি। কিন্তু কে জানত বাণিজ্যমেলায় গিয়ে তিনি ঠকবেন ! বাংলাদেশে এখন লকডাউন চলছে। কিন্তু তার আগেই ছিল বাণিজ্যমেলা।    বাণিজ্যমেলা থেকে চাদর কিনে প্রতারিত হয়েছেন মিরপুরের ইসমাইল। রাজধানীর আগারগাও বাণিজ্যমেলায় এই ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে বিছানার চাদর কিনে হাসিখুশি মনে ঘরে ফিরেন ওই যুবক। কিন্তু বাড়িতে ঢুকে ব্যাগ খুলে খাটের উপর বিছানোর পর তিনি বুঝতে পারেন, তিনি চাদরের টাকায় লুঙ্গি কিনে এনেছেন। সেলাই খুলেও ওই কাপড়ের টুকরাটি দিয়ে বিছানার একাংশ আবৃত করা যায়নি।
Blogger দ্বারা পরিচালিত.