লকডাউনের মাঝে প্রচন্ড বাতকর্ম, স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিলেন স্বামী
Odd বাংলা ডেস্ক: ঘটনা আমেরিকার নিউইংর্ক হ্যামশায়ার স্ট্রিটের । জোনাথন মুর নামে এক জনৈক তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। স্থানীয় পুলিশে অভিযোগ জানায় তার স্ত্রী। তারপর পুলিশ বিষয়টাকে ডমেস্টিং ভায়োলেন্স মনে করে সেই বাড়িতে যায়। কিন্তু সেখানে গিয়ে অদ্ভুত বিষয় জানতে পারে পুলিশ। ওই ব্যক্তি তাদের জানায় তার স্ত্রী নাকি প্রচন্ড বাতকর্ম করে। আর সেই বাতকর্মের গন্ধ সহ্য না করতে পেরে সে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। যদিও স্থানীয় পুলিশ বিষয়টির সত্যতা যাচাই করতে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে এবং তার স্ত্রীও একই কথা জানায়। এখন তার স্ত্রীকে আলাদা একটি বাড়িতে হয়েছে। কারণ আমেরিকান ফেডেরাল ল (আইন) -তে এই রকম কোনও আইনের উল্লেখ নেই।
Post a Comment