আমফানে ভেসে যাচ্ছে মদের বোতল, ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট মাতাল



Odd বাংলা ডেস্ক: ঘটনাটি ঘটেছে ভুবনেশ্বরে। ঝড়ের সময় প্রচন্ড বৃষ্টিতে জল জমে যায় বাড়ির বাইরে। অখিল পন্ডা নামের ওই মদ্যপ ব্যক্তি বাড়িতে বসে ছিলেন। বাড়ির সামনে জল জমে যাওয়াই একটি খালি মদের বোতল ভাসতে থাকে বাড়ির বাইরে। মদ্যপ অবস্থায় অখিল মনে করে ওই বোতলে মদ আছে। তারপরই সে নামতে যায় জলে। কিন্তু বাড়ির পাশেই একটি ইলেকট্রিকের পোল ভেঙে পড়েছিল জলে। যার ফলে জলটাতে ইলেক্ট্রিক শক তৈরি হয়। সেখানেই বিদ্যুৎ স্পৃষ্ট হতে থাকে অখিল পন্ডা। স্থানীয় বাসিন্দারা বলছেন অখিল জলে না নামলে তারাও জানতে পারতেন না যে ওখানে ইলেকট্রিক শক তৈরি হয়েছে। অখিল শক খেতে খেতেই কোনও রকমে বাড়ির সিঁড়িতে ফিরে আসে কিন্তু ততক্ষণে সে অসুস্থ হয়ে পড়ে। খবর অনুযায়ী প্রাথমিক চিকিৎসার জন্য  তাকে ভুবনেশ্বরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.