বাবা বলে ডাকত একরত্তি মেয়ে, তাকেই ধর্ষণ করল সেই আত্মীয়



Odd বাংলা ডেস্ক: ঘটনাটি খানিকটা বেশ আগের ৷ ২০১৯ সালের মার্চ মাসের সকাল ৷ এখনও শিশুটির কাছে দগদগে ক্ষত হয়ে রয়েছে সেই মর্মান্তিক ঘটনা৷ যে ব্যক্তি সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণ করার মতো নৃশংস কাজ করেছে তাকে বাবা বলে ডাকত মেয়েটি ৷ মেয়েটিকে বিস্কুটের লোভ দেখিয়ে সে ব্যক্তি শকিল আহমেদ মেয়েটিকে ধর্ষণ করে ৷ মেয়েটিকে ধর্ষণে অভিযুক্ত এই ব্যক্তিকে পকসো আইনে মামলার শুনানি হয় ৷ সেখানে মাত্র সাড়ে চার বছরের মেয়েটি নিজে সাক্ষ্য দেয়। সেখানে মেয়েটি জানায় যেদিন মেয়েটিকে লালসার শিকার বানিয়েছিল ওই ব্যক্তি সেদিন তার সঙ্গে কী কী হয়েছিল ।উত্তরপ্রদেশের গউস নগর গড্ডাডেলীর অভিযুক্তকে ২০ বছরের সাজা শুনিয়েছে আদালত ৷ পাশাপাশি জরিমানা হিসেবে ৪০ হাজার টাকা ধার্য করা হয়েছ ৷ এই টাকা দিতে না পারলে তাকে আরও একবছর জেলে থাকতে হবে ৷
Blogger দ্বারা পরিচালিত.