আমফানে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন পথের কুকুরদের, প্রাণ বাঁচালেন ২০ সারমেয়র



Odd বাংলা ডেস্ক:
নাম অনিল মন্ডল। সুন্দরবনের লেবুখালি এলাকাতে থাকেন। ফেসবুকে ছবিটি প্রকাশ পেয়েছে। ছোট থেকেই অবলা প্রাণীদের প্রতি বিশেষ ভালবাসা আছে তার। আমফানের সময় যখন সবাই নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত, তখন তিনি ২০টি সারমেয়-কে আশ্রয় দিয়েছেন নিজের বাড়িতে। যা সত্যিই প্রশংসার যোগ্য। 

স্থানীয়রা অনেকেই বলছেন এই সুন্দরবন এলাকাতে অনিলের নাম এই একটা কাজের জন্য বিখ্যাত, সারমেয়দের পাশে তিনি বরাবরই থেকেছেন। এবারেও থাকলেন ওদের পাশেই।  

চায়ের দোকান চালান লেবুখালি এলাকাতে। ঝড়ে হয়তো সেটাও উড়ে গিয়েছে। কিন্তু নিজের সব চলে গেলেও বুকে আগলে রেখেছিলেন ওদের। একটা রাতের জন্য হলেও তো সেটা যথেষ্ট। 
Blogger দ্বারা পরিচালিত.