লকডাউনে কন্ডোম না পেয়ে পলিথিন ব্যবহার, গ্রেফতার স্বামী
Odd বাংলা ডেস্ক: উত্তর আমেরিকার দেশ নিকারাগুয়া সিদ্ধান্ত নিয়েছে সেই দেশেও লকডাউন করা হবে। সেই মর্মে মঙ্গলবার থেকে শুরু হয়ে গিয়েছে লকডাউন। এমতাবস্থায় রিকো নামের এক যুবক তার স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ হতে চায়। কিন্তু নিরোধ শেষ হয়ে গিয়েছিল বাড়িতে। রিকোর স্ত্রী তাকে বলে অযথা জোর না করতে। কিন্তু রিকো নাকি জোর করে একটি পলিথিন ব্যবহার করে তার সঙ্গে যৌন মিলন করে। ঘটনার পরেই রিকো স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছে। সঙ্গে সে এটাও বলেছে যে তার স্বামীর এই কাজে সে এখন স্বাস্থ্য বিষয়ক বিপদের সম্মুখীন। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে রিকো-কে গ্রেফতার করা হয়েছে। বিষয়টাকে এক প্রকার ধর্ষণ হিসেবে দেখছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যে আলোড়ন পরে গিয়েছে নিকারাগুয়া জুড়।
Post a Comment