ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বস্তি, পুড়ে ছাই হল প্রায় ১৫০০ ঝুপড়ি


Odd বাংলা ডেস্ক: সোমবার রাতে দক্ষিণ-পূর্ব দিল্লির তুঘলাকাবাদ এলাকার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১টা নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দমকলের ২৮টি ইঞ্জিন।

ঘটনার সময়ে বস্তির অধিকাংশ মানুষই ঘুমিয়ে পড়েছিলেন। এরপর পুলিশ এবং দমকলবাহিনী সময়মতো পৌঁছে সকল বস্তিবাসীদের বের করে আনার চেষ্টা করে। এরপর ভোররাত সাড়ে তিনটের সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে প্রায় ১৫০০টির মতো ঝুপড়ি আগুনে ভস্মীভূত হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। যার ফলে গৃহহীন হয়ে পড়েছে শতাধিক মানুষ। সরকারের তরফে ক্ষতির মূল্যায়ন করা হচ্ছে।

দক্ষিণ-পূর্ব ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) রাজেন্দ্র প্রসাদ মীনা জানিয়েছেন, 'ভোর ১টার দিকে আমরা তুঘলাকাবাদে বস্তিতে আগুন লাগার খবর পাই। সমস্ত পুলিশ কর্মী তৎক্ষনাত এখানে পৌঁছন। মনে করা হচ্ছে যে প্রায় ১০০০-১২০০ ঝুপরিতে আগুন লেগে গিয়েছে।'

তিনি আরও বলেন, আগুন লাগার পরে বেশিরভাগই স্থানীয় বাসিন্দা তাদের ঝুপরি থেকে বেরিয়ে এসেছিল। তবে যেহেতু এটি বিরাট অগ্নিকাণ্ড তাই এটি এখনও যাচাই করা যায়নি। দমকলবাহিনি এখনও কাজ করছে, তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
Blogger দ্বারা পরিচালিত.