বাড়ি ফেরার পথে আচমকা অসুস্থ! বন্ধুর কোলে মাথা রেখেই চিরনিদ্রায় এক পরিযায়ী শ্রমিক!


Odd বাংলা ডেস্ক: মধ্যপ্রদেশে শিবপুরী জেলার একটি রাস্তার পাশে নিজের এক বন্ধু কোলে শুয়ে রয়েছেন এক পরিযায়ী শ্রমিক। ছবি দেখে স্পষ্ট যে, শ্রমিকটি অসুস্থ হয়ে পড়েছেন। লকডাউনের মধ্যে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা দেওয়া পরিযায়ী শ্রমিকের এমনই করুন দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পররাজ্যের কর্মক্ষেত্র থেকে নিজের রাজ্যে ফেরার জন্য পরিযায়ী শ্রমিকরা যে কি মারাত্মক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তা এই ছবি থেকে স্পষ্ট। 

গুজরাট থেকে উত্তরপ্রদেশের উদ্দেশে ট্রাকে করে যাত্রা করা একদল অভিবাসী শ্রমিকদের একজন হলেন এই অমৃত। সুরাটের একটি পোশাক কারখানার কাজ হারানোর পরে নিজ রাজ্যে ফিরতে মরিয়া অমৃত ৪০০০ টাকা দিয়ে ট্রাকের পিছনের একচিলতে দাঁড়ানোর জায়গা কিনেছিল। কিন্তু যাত্রাপথেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন যার ফলে তাঁকে ট্রাক থেকে নামিয়ে দেওয়া হয়। তাঁর বন্ধু ইয়াকুবই একমাত্র ছিল তাঁর সঙ্গে। 

বন্ধপ অমৃতকে কোলে নিয়ে রাস্তায় বসেই সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন ইয়াকুব। কিন্তু কেউ এগিয়ে আসেনি। এরপর ঘটনার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে বন্ধুর কোলেই মাথা রেখে চিরনিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছেন অমৃত। শরীরে আর অনুভব করা যাচ্ছে না হৃদস্পন্দন। প্রবল গরমে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন অমৃত। 
Blogger দ্বারা পরিচালিত.