ঘরে ফেরার জন্য সাইকেল চুরি, ক্ষমা চেয়ে চিঠি লিখে রেখে গেলেন পরিযায়ী শ্রমিক


Odd বাংলা ডেস্ক: রাজস্থানের ভরতপুর থেকে উত্তরপ্রদেশের বরেলিতে নিজের বাড়ি ফিরতে চেয়েছিলেন এক পরিযায়ী শ্রমিক। আর সেইকারণে রাজস্থানের ভরতপুরের রাহাড় গ্রামের সাহাব সিং নামে এক ব্যক্তির বাড়ি থেকে একটি সাইকেল চুরি করল মহম্মদ ইকবাল নামে এক ব্যক্তি।  

কীভাবে জানাজানি হল গোটা বিষয়টি? সাহাব সিংহ নামে ওই ব্যক্তি নিজের বারান্দা পরিষ্কার করার সময় একটি চিঠি পান। যে চিঠিতে লেখা ছিল, 'আমি একজন শ্রমিক, আর একপ্রকার বাধ্য হয়েই আমি আপনার সাইকেলটি নিয়ে গেলাম। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমাকে বরেলি পর্যন্ত যেতে হবে। আমার কাছে ফিরে যাওয়ার মতো অন্য কোনও ব্যবস্থাও নেই, আমার সঙ্গে রয়েছে একটি প্রতিবন্ধী শিশু।'

করোনাভাইরাসের কারণে লকডাউনের মধ্যে বিভিন্ন রাজ্য থেকে ঘরে ফেরার চেষ্টা করে চলেছেন। কেউ সাইকেলে, কেউ ট্রাকে, কেউ বাসে ফেরার চেষ্টা করছেন। কিন্তু একটি বিরাট সংখ্যক পরিযায়ী শ্রমিক তাঁদের নিজের বাড়ি ফিরছেন পায়ে হেঁটে। এইভাবে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। কিন্তু এসবের মধ্যে ওই অসহায় শ্রমিকের চরম বিবেক বোধ দেখে তাজ্জব নেটদুনিয়া। 
Blogger দ্বারা পরিচালিত.