নেই একটিও করোনা রোগী, গ্রিনজোন হয়েও ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়াল মিজোরাম সরকার


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ রোধে ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে মিজোরাম সরকার। বৃহস্পতিবার এক বৈঠকে বিভিন্ন এনজিও, গির্জা এবং চিকিৎসক-সহ বিভিন্ন রাজনৈতিক দল ও একাধিক সংস্থা লকডাউন বাড়ানোর পক্ষে মত দেওয়ার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

প্রসঙ্গত গত ২৪ মার্চ মিজোরামে প্রথম কোভিড আক্রান্তের সন্ধান পাওয়া যায়। আক্রান্তের নেদারল্যান্ডস ভ্রমণের ইতিহাস ছিল। এর পর গত ৭ এপ্রিল থেকে মিজোরামের জোরাম মেডিকেল কলেজের কোভিড -১৯এর নমুনার পরীক্ষা শুরু কার হয়েছিল। যেখানে এখনও পর্যন্ত মোট ২০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবন এর সবকটিরই রিপোর্ট নেগেটিভ এসেছে। 

এরপর গত ৯ মে সেরাজ্যের শেষ করোনা রোগী সুস্থ হয়ে ওঠার পর গোটা রাজ্যকেই করোনামুক্ত গ্রিন জোন হিসাবে ঘোষণা করা হয়। তবে এরপরেও ঝুঁকি নিতে রাজি নয় মিজোরাম সরকার। আর সেই কারণেই লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত সরকারের। 
Blogger দ্বারা পরিচালিত.