আগামীকালই পশ্চিমবঙ্গ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী, ফিরে গিয়েই আর্থিক সহায়তা ঘোষণা করতে পারেন



Odd বাংলা ডেস্ক: বুধবার রাজ্যের দক্ষিণ অংশে ঘণ্টা খানেকের তাণ্ডবের পর আজ উত্তরবঙ্গ ভাসাবে ঘূর্ণিঝড় আমফান।  বৃহস্পতিবার সকালে অবশ্য ঝড়টি নিম্নচাপে পরিনত হয়েছে।  বর্তমানে রাজ্যের সীমানা ছাড়িয়ে বাংলাদেশের উপরে অবস্থান করছে নিম্নচাপটি। এর মধ্যেই আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি।
আমফান ক্ষতি সামলাতে এবং পুনর্গঠনে হাজার কোটির তহবিল ঘোষণা করেছে নবান্ন। তার মাঝেই পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে এনডিআরএফ-এর আরও চারটি ব্যাটেলিয়ন পাঠানো হচ্ছে রাজ্যে। আগামীকাল প্রধানমন্ত্রী নিজে আকাশপথে পশ্চিমবঙ্গ দেখবেন।
Blogger দ্বারা পরিচালিত.