গরমের হাঁসফাঁস থেকে মুক্তি, জুনের প্রথম সপ্তাহে রাজ্যে ঢুকছে বর্ষা


Odd বাংলা ডেস্ক: জুনের প্রথম সপ্তাহেই রাজ্যেও ঢুকছে বর্ষা। হাওয়া অফিস সূত্রে, জুনের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গে ও দ্বিতীয় সপ্তাহে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আদতে বর্ষা রাজ্যে প্রবেশ করার আগেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হবে এরাজ্য। কেরলে বর্ষা ঢোকার পর এরাজ্যে বেশি অপেক্ষা করবে না বর্ষা। মৌসুমী বায়ুর হাত ধরেই রাজ্যে প্রবেশ করবে বর্ষা।

আবহাওয়া দফতর জানিয়েছে, জুনের প্রথমেই রাজ্যে ঢুকবে বর্ষা। জুনের প্রথম সপ্তাহের শেষে উত্তরবঙ্গে প্রবেশ করবে বর্ষা। জুনের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় পুরোপুরিভাবে প্রবেশ করবে বর্ষা। দক্ষিণের বাতাসে ভর করে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প। যার ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি ও ঝড় শুরু। তাই দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদেও ঝড়-বৃষ্টি হচ্ছে। পাশাপাশি আগামী কয়েকদিন উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে, সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তাই মত্‍স্যজীবীবের পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল থেকে সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.