মহম্মদ কাওসার: গরিব পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে খাওয়াচ্ছেন এই বৃদ্ধ বিরিয়ানিওয়ালা, স্বাধীনতা দিবসে চিনুন এই হিরোকে


Odd বাংলা ডেস্ক: হায়দরাবাদের চারমিনার থেকে কিছুটা হেঁটে গেলে ফুটপাতে দেখতে পাবেন এই বিরিয়ানির দোকান। সবাই বলে চাচাযানের বিরিয়ানি। কিন্তু লকডাউনে তো গোটা শহর বন্ধ। তাই বলে কি চাচাযান ওরফে মহম্মদ কাওসার আলি বসে থাকতে পারেন। তাই তিনি নিজেই তুলে নিয়েছেন ৫০ পরিযায়ী শ্রমিকের দায়িত্ব। 

দোকানের সামনেই নিজের কারিগরদের দিয়ে রান্না করাচ্ছেন। আর তারপরে আবার লাইন ধরে বসিয়ে সাধারণ মানুষকে খাওয়াচ্ছেন এই বৃদ্ধ বিরিয়ানিওয়ালা। স্থানিয় লোকেরা বলছে। মহম্মদ কাওসার নানান সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন সারা বছর। কিন্তু লকডাউনেও তিনি বাড়িতে বসে না থেকে এভাবে মানুষকে সাহায্য করবেন কে ভাবতে পেরেছিল? অনেকেই চাচাযানের পাশে দাঁড়াচ্ছেন। এবং তিনি যাতে আরও পরিযায়ী শ্রমিকদের খাওয়াতে পারেন সে কারণে তাঁকে চাল-ডাল দিয়ে সাহায্য করছেন অনেকে। 
Blogger দ্বারা পরিচালিত.