হিন্দু মেয়েকে ভালবেসে হিন্দু ধর্মগ্রহণ মুসলিম যুবকের



Odd বাংলা ডেস্ক: ২০১৮ সালে ছত্তিশগড়ের এই যুবক একটি হিন্দু মেয়েকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু তারপর তারা মন্দিরে হিন্দু মতেই বিবাহ সম্পন্ন করে। এবং সেই মুসলিম ছেলেটি  নিজেকে একজন হিন্দুতে পর্যবসিত করে। পরে অবশ্য মেয়ের বাবা তাদের বিরুদ্ধে মামলা করে এবং ছেলেটিকে চক্রান্তকারী বলে অভিযোগ জানায়। কিন্তু আদালত ছেলের ধর্ম পরিবর্তনের বিষয় এবং মেয়ের প্রতি তার ভালবাসা দেখে তাদের বিয়েকে বৈধ বলে ঘোষণা করে। সেই ছেলেকে তার সমাজ বহিষ্কার করে। কিন্তু তারা  দিব্যি আছে। সম্প্রতি তাদের বাড়িতে একটি ফুটফুটে কন্যা শিশুর জন্ম হয়েছে। যুগলের নাম পিঙ্কি শর্মা ও জিশান ইসলাম। করোনা কালে জিশান গ্রামের প্রচুর মানুষকে সাহায্য করেছে। ছত্তিশগড়ের বস্তার এলাকাতে থাকে ওরা। 

তথ্যসূত্র: কোস্টালডাইজেস্ট 
Blogger দ্বারা পরিচালিত.