লকডাউন ৫.০: ১১টি শহরে আরও ২ সপ্তাহের জন্য বাড়তে পারে লকডাউন, তালিকায় রয়েছে কলকাতাও



Odd বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১ জুন থেকে পরবর্তী পর্যায়ের লকডাউনের কথা ঘোষণা করতে পারেন। সূত্রের খবর,প্রধানমন্ত্রী মোদী আগামী ৩১ মে তার রেডিও প্রোগ্রাম 'মন কি বাত'-এ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রসঙ্গত ওইদিনই শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউন। সূত্রের খবর, ওইদিনই তিনি চতুর্থ দফার লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে। আরও জানা গিয়েছে যে, দেশের অধিকাংশ জায়গাতেই লকডাউনে ছাড় ঘোষণা করবেন তিনি। 

দেশের ১১টি শহরে লকডাউন ৫.০ কার্যকর করা হবে

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, সারা দেশের মধ্যে যে ১১টি শহরে সারা ভারতের ৭০ শতাংশ করোনার মামলা নথিভুক্ত হয়েছে সেখানেই লকডাউন ৫.০ অধিক গুরুত্বসহকারে পালিত হবে। আসা করা হচ্ছে আগামী ১ জুন থেকে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, পুনে, থানে, ইন্দৌর, চেন্নাই, আমেদাবাদ, জয়পুর, সুরাট এবং কলকাতার ওপর আরোপিত হবে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ শহরগুলি যা, দেশে মোট দেড় লক্ষাধিক করোন ভাইরাস মামলায় ৬০ শতাংশ অবদান রেখেছে, সেগুলি হল মুম্বই, আমেদাবাদ, দিল্লি, পুনে এবং কলকাতা। কেন্দ্র এর আগে ৩০ টি মিউনিসিপাল কর্পোরেশন অঞ্চলের একটি তালিকা প্রস্তুত করেছিল, যেখানে বলা হয় যে দেশের মোট করোনভাইরাস মামলার ৮০ শতাংশই ওই মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.