করোনাভাইরাস মোকাবিলায় কী স্ট্র্যাটেজি ভারতের, তা আলোচনায় আজ NAM বৈঠকে মোদী


Odd বাংলা ডেস্ক: তৃতীয় দফার লকডাউনের প্রথম দিনে অর্থাৎ ৪১তম দিনে নন অ্যালাইনড মুভমেন্ট (NAM)-এ ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কীভাবে একযোগে নভেল করোনা ভাইরাসের মোকাবিলা করা যায়, মূলত সেই আলোচনাই করা হবে এই বৈঠকে। প্রসঙ্গত, এর আগের কোনও NAM সামিটে অংশ নেননি প্রধানমন্ত্রী। আর এই কারণেই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই সামিট বিশেষ তাত্‍পর্যপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। 

অনুমান করা হচ্ছে, এদিনের বৈঠকে ভারতের করোনা প্রতিরোধ স্ট্র্যাটেজি নিয়েই আলোচনা করবেন মোদী। এই বৈঠকের নেতৃত্ব দেবেন NAM-এর অধুনা চেয়ারম্যান আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ। রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুটেরেস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস আদহানোম-এরও এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে। 

প্রসঙ্গত, নরেন্দ্র মোদীই হলেন প্রথম পূর্ণাঙ্গ প্রধানমন্ত্রী যিনি ২০১৬ সালে NAM সামিটে অংশ নেননি এবং একইভাবে এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছিলেন ২০১৯ সালেও। 
Blogger দ্বারা পরিচালিত.