মাত্র ২ রাত সঙ্গে থাকলেই ‘লিভ ইন’, সেক্স হোক বা না হোক, নতুন আইন ভারতে
Odd বাংলা ডেস্ক: লিভ ইন সম্পর্কের নতুন সংজ্ঞা তৈরি হল পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের রায়ে ৷ কোনও প্রেমিক-প্রেমিকা যদি ২ দিন বা ২ রাত একসঙ্গে এক ছাদের নীচে থাকেন, তাহলেও তা ‘লিভ-ইন’ সম্পর্ক বলে গণ্য ৷ লিভ-ইন সম্পর্কের আইনি দিকও ডবল বেঞ্চের এই সংজ্ঞায় আরও খানিকটা স্পষ্ট হল ৷ প্রেমিকার হেফাজত চেয়ে আদালতে মামলা করেছিলেন ২০ বছর বয়সী এক তরুণ ৷ তাঁর অভিযোগ ছিল, সে ও তাঁর প্রেমিকা লিভ-ইন-এর সিদ্ধান্ত নিয়ে একসঙ্গে থাকতে শুরু করেছিলেন, কিন্তু ২ দিন কাটতে না কাটতেই মেয়েটির বাড়ির লোক প্রেমিকাকে জোর করে তুলে নিয়ে যায় ৷ সেই মামলার শুনানিতে সামনে এল লিভ-ইন সম্পর্কের নতুন সংজ্ঞা ৷ এর আগে সিঙ্গল বেঞ্চ এই মামলার শুনানিতে জানিয়েছিল, ছেলেটি যে তার প্রেমিকার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিল তার কোনও প্রমাণ নেই ৷ উল্টে মেয়েটিকে জোর করে আটকে রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হয় ওই তরুণ ৷ সিঙ্গল বেঞ্চ ক্ষতিপূরণ হিসেবে তরুণকে তাঁর প্রেমিকাকে ১ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেয় ৷ মঙ্গলবার এই রায়ের পরিপ্রেক্ষিতেই ফের পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের ডাবল বেঞ্চে মামলার শুনানি হয় ৷ সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে আদালত জানায়, প্রেমিক-প্রেমিকা স্বেচ্ছায় একসঙ্গে দু-রাত এক ছাদের নীচে কাটালেও তা লিভ-ইন সম্পর্ক হিসেবে মানা হবে ৷
Post a Comment