স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? নতুন এই নিয়মটা না জানা থাকলে পড়বেন বিপদে
Odd বাংলা ডেস্ক: স্টেট ব্যাঙ্কের তরফে তাদের সমস্ত FASTag গ্রাহকদের জরিমানা থেকে বাঁচানোর জন্য পরিবহন মন্ত্রালয়ের নতুন বিজ্ঞপ্তি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে ৷ ট্যুইট করে গ্রাহকদের অনুরোধ করা হয়েছে FASTag ছাড়া যাতে তারা FASTag লেনে প্রবেশ না করে ৷ FASTag ছাড়া আপনাকে দ্বিগুণ টোল দিতে হবে ৷ FASTag থাকা সত্ত্বেও দ্বিগুণ টোল দিতে হতে পারে যদি তাতে পর্যাপ্ত রিচার্জ না করা থাকে ৷ খেয়াল রাখতে হবে ট্যাগ যাতে মুড়িয়ে রাখা না হয় বা কোনও ভাবে নষ্ট না হয়ে যায় ৷
দেখে নিন FASTag সংক্রান্ত নিয়ম-
নোটিফিকেশন অনুযায়ী, বিনা FASTag গাড়ি নিয়ে যদি টোল প্লাজায় FASTag লেনে ঢুকে পড়েন তাহলে আপনার গাড়ি অনুযায়ী দ্বিগুণ জরিমানা দিতে হতে পারে ৷ পাশাপাশি FASTag লাগানো থাকলেও এবং সেটি কাজ না করলে বা তাতে রিচার্জ না থাকলেও দ্বিগুণ টোল দিতে হবে ৷
ফাস্ট্যাগ কী? ফাস্ট্যাগ একটি বৈদ্যুতিক টোল সংগ্রহের কৌশল যা জাতীয় মহাসড়কের টোল প্লাজায় পাওয়া যায়। এই কৌশলটি রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) এর মাধ্যমে কাজ করে।
ফাস্ট্যাগ কীভাবে ব্যবহার করবেন? প্রথমে গাড়ি মালিকদের প্রিপেড অ্যাকাউন্ট খুলতে হবে। গাড়ির সামনের কাঁচে আটকাতে হবে ফাসট্যাগ স্টিকার, যাতে টোল প্লাজার সেন্সরগুলি খুব সহজেই পড়তে পারে। চিপে ইনস্টল করা থাকবে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, ইঞ্জিনের নম্বর, চেসিস নম্বর। গাড়ি টোল প্লাজায় গেলে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশনের (RFID) মাধ্যমে ট্যাক্স কেটে নেওয়া হবে।
Post a Comment