২৭ টাকা দিলেই মিলবে ৫০ লক্ষ টাকা



Odd বাংলা ডেস্ক: ভারতীয় জীবন বিমা নিগমের অন্যতম বিমা টেক টার্ম ইনশিওরেন্স পলিসি যা পরিবারকে সুরক্ষা প্রদান করে ৷ পলিসি ধারককে অর্থনৈতিক রক্ষকবচ প্রদান করে ৷ তবে এই পলিসি শুধুমাত্র অনলাইনে কেনা যাবে ৷ টেকটার্ম প্ল্যান নম্বর ৮৫৪ UIN নম্বর 512N333V01, এই বিমার ফলে পলিসি ধারকের যদি মৃত্যু পলিসির মেয়াদ পূরণ হওয়ার আগে হয়ে থাকে সেই ক্ষেত্রে টাকা পরিবারের লোকেরা পেয়ে যাবেন ৷ এই পলিসির অন্তর্গত দুর্ঘটনা-সহ যেকোনও ধরনের মৃত্যুতে পলিসি কভার করবে ৷ তবে পলিসি ধারক পলিসি করার পরে এক বছর পর্যন্ত আত্মহত্যার কোনও রকমের কভারেজ পাবেন না ৷ আয়ের প্রমাণপত্র জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে ৷ পলিসির টাকা অর্ধবাষিক বা বার্ষিক (সিঙ্গেল প্রিমিয়ামের সুবিধা রয়েছে) ৷ পলিসির মেয়াদ সর্বনিম্ন ১০ বছর ও সর্বাধিক ৫০ বছর পর্যন্ত মেয়াদ হবে ৷ পিলিসির কভারেজ পাবেন সর্বাধিক ৮০ বছর বয়স যাঁদের ৷ পিলিসির প্রিমিয়ামের টাকা ধার্য হয় এই বিষয়ের দিকে তাকিয়ে যে পলিসি ধারক ধূমপান করেন না করেন না, এর ভিত্তিতেই ৷ ভারতীয় জীবন বিমা নিগমের টেক টার্ম পলিসি ১০ বছর থেকে ৪০ বছর পর্যন্ত যাঁদের বয়স তাঁরা পলিসি করাতে পারবেন ৷ নিজের নিজের সুবিধা মত পলিসি বাছতে পারবেন গ্রাহকেরা ৷ টেকটার্মে ম্যাচিউরিটির সর্বাধিক বয়স ৮০ বছর পর্যন্ত নির্ণয় করা হয়েছে ৷ পুরুষদের ক্ষেত্রে প্রিমিয়ামের টাকা বেশি ও মহিলাদের ক্ষেত্রে প্রিমিয়ামের টাকা কম দিতে হবে ৷
এলআইসির টেকটার্ম পলিসি কিনতে ভারতীয় জীবন বিমা নিগমের অফিশিয়্যাল ওয়েবসাইটে যেতে হবে www.licindia.in ৷ প্রয়োজনীয় তথ্যপ্রদান করতে হবে ৷ সমস্ত তথ্য ভেরিফাই হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷ প্রিমিয়ামের টাকা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অ্যামেক্স কার্ড, ইউপিআই, আইএমপিএস বা কোনও ই-ওয়ালেটের মাধ্যমে দেওয়া যেতে পারে ৷ ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রিমিয়ামের টাকা জমা দিলে অতিরিক্ত শুল্ক দিতে হবে ৷
Blogger দ্বারা পরিচালিত.