দেশ জুড়ে ১ তারিখ থেকে নাইট কারফিউ, কী করতে পারবেন আর কী করতে পারবেন না জানুন


Odd বাংলা ডেস্ক: ধাপে ধাপে লকডাউন থেকে আনলক করা হবে দেশ। এমনটাই জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায়। এদিন তিনটি ধাপের কথা বলা হয়েছে। কিন্তু এখনও কিছু বিধিনিষেধ থাকছেই।  নয়া নির্দেশিকায় বেশকিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও বড় ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র। জারি থাকছে বেশকিছু নিষেধাজ্ঞা। মারণ ভাইরাসকে রুখতে দেশজুড়ে চালু করা হয়েছে ১লা জুন থেকে নাইট কারফিউ। এই কারফিউ জারি থাকবে রোজ রাত ৯টা থেকে পরদিন ভোর পাঁচটা পর্যন্ত। নির্দেশিকায় বলা হয়েছে, 'অত্যাবশ্যকীয় কাজ ছাড়া ব্যক্তির গতিবিধিতে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি থাকবে। এই নির্দেশ মানতে স্থানীয় প্রশাসন গোটা এলাকায় আইন অনুযায়ী নিষেধাজ্ঞা বা ১৪৪ ধারা জারি করবে।'


Blogger দ্বারা পরিচালিত.