আয় বাড়াতে বড় সিদ্ধান্ত মোদী সরকারের, কয়লা উত্তোলনের দ্বার খোলা হল বেসরকারি সংস্থার জন্য


Odd বাংলা ডেস্ক: সারা দেশে চলতে থাকা মহামারি পরিস্থিতিতে দেশের নুইয়ে পড়া অর্থনীতিকে তুলে ধরতে ইতিমধ্যে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই অংশ হিসাবে শনিবার চতুর্থ দফার কিছু পদক্ষেপ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কয়লা উৎপাদন ক্ষেত্রে আত্মনির্ভরতা বৃদ্ধির উপরে জোর দেন অর্থমন্ত্রী। 

এদিন তিনি বলেন, দেশে বিপুল পরিমাণ কয়লা মজুত রয়েছে। আর সেই কয়লা উত্তোলনের জন্য বেসরকারি সংস্থাগুলির জন্যেও দরজা খুলে দিল মোদী সরকার। নতুন ৫০০টি কয়লা ব্লকে উত্তোলনের দায়িত্ব তুলে দেওয়া হবে বেসরকারি সংস্থার হাতে। আর এর জেরে কয়লায় সরকারের একচেটিয়া আধিপত্যের জমানাও এবার শেষ হতে চলেছে। 

এদিনের সাংবাদিক বৈঠকে লগ্নি এবং কর্মসংস্থানের মতো বিষয়গুলিও স্থান পেয়েছে। কর্মসংস্থানের লক্ষ্যে নতুন লগ্নি টানতে সরকারের অনেক ভাবনা রয়েছে বলে স্পষ্ট করে দিয়েছেন অর্থমন্ত্রী। পাশাপাশি মেক ইন ইন্ডিয়া কর্মসূচীকেও বিশেষভাবে জোর দেন নির্মলা সীতারমন। বিভিন্ন সময়ে সংস্কারের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। 

পাশাপাশি তিনি আরও বলেন যে, ব্যবসায় সরলীকরণের প্রক্রিয়া চলছে। কয়লা, খনিজ পদার্থ, প্রতিরক্ষা উৎপাদন, আকাশসীমা ব্যবস্থাপনা, এমআরও (MRO), মহাকাশ ক্ষেত্র, বিদ্যুৎ বণ্টন সংস্থা, এবং পরমাণু বিদ্যুতের মতো বিষয়ও ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
Blogger দ্বারা পরিচালিত.