অনুপ্রবেশের প্রচেষ্টা বানচাল করে অবন্তিপোরায় নিহত এক সন্ত্রাসবাদী
Odd বাংলা ডেস্ক: একদিকে যখন কঠিন হাতে করোনা দমনে ব্যস্ত, তখনই লুকিয়ে ভারতে অনুপ্রবেশের ছক কষেছিল জঙ্গিরা। মঙ্গলবার রাত থেকে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার অবন্তিপোরায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। কিন্তু জঙ্গিদের সেই ছক বানচাল করে দিতে সক্ষম ভারতীয় সেনা।
সূত্রের খবর, সন্ত্রাসবাদীরা ভারতীয় সেনাকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। এর পাল্টা আঘাত হানে ভারতীয় সেনাও। এরপরই একজন সন্ত্রাসবাদীর মৃত্যুও হয়েছে বলে খবর। এদিন ভারতীয় সেনা খোঁজ পেয়েছিল যে, লুকিয়ে রয়েছে সন্ত্রাসবাদীরা। এরপরই তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।
#UPDATE Jammu & Kashmir: One terrorist killed in the encounter at Sharshali Khrew area of Awantipora. Police and security forces are carrying out the operation which is still underway. https://t.co/tkrQTPTRVc— ANI (@ANI) May 6, 2020
আর এরপরই দুপক্ষের মধ্যে ব্যপক সংঘর্ষ চলে। মঙ্গলবার রাত সাড়ে আাটা নাগাদ রাজৌরি মাজাকোট সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে, ফের গোলাগুলি ছোড়ে ওরা। মর্টারও শেল এবং আগ্নেয়াস্ত্রও ছোঁড়া হয়।
Post a Comment