'ভোকাল ফর লোকাল', এবার থেকে আধাসেনা ক্যান্টিনে বিক্রি হবে কেবল স্বদেশী পণ্য
Odd বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'ভোকাল ফর লোকাল' এবং 'আত্মনির্ভর ভারত প্রকল্প অভিযান' নিয়ে বার্তা দেওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন জানিয়ে দিলেন, কেন্দ্রীয় আধাসামরিক বাহিনির ক্যান্টিনগুলিতে ১ জুন থেকে কেবলমাত্র দেশীয় পণ্য বিক্রি করা হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন সকল মানুষকে স্বদেশী পণ্যের সর্বাধিক ব্যবহার করার জন্য, এবং অন্যান্য সকলকে স্বদেশি পণ্য ব্যবহার করার বিষয়ে ডাক দিয়েছেন। এদিন অমিত শাহ টুইট করে লিখেছেন, 'এবার আর বসে বসে দেখার সময় নেই, এই দুর্যোগকে (কোভিড -১৯ মহামারি) একটি সুযোগে পরিণত করার সময় এসেছে। আমরা সবাই যদি কেবল স্থানীয় পণ্য ব্যবহার করার সিদ্ধান্ত নিই, তবে ভারত পাঁচ বছরের মধ্যে স্বাবলম্বী হতে পারবে।'
कल माननीय प्रधानमंत्री श्री @narendramodi जी ने देश को आत्मनिर्भर बनाने और लोकल प्रोडक्ट्स (भारत में बने उत्पाद) उपयोग करने की एक अपील की जो निश्चित रूप से आने वाले समय में भारत को विश्व का नेतृत्व करने का मार्ग प्रशस्त करेगी। pic.twitter.com/KlYD9Z7UVt— Amit Shah (@AmitShah) May 13, 2020
প্রধানমন্ত্রীর আবেদন মেনে দেশকে স্বনির্ভর করতে সকলে যদি দেশীয় (স্থানীয়)পণ্যগুলি ব্যবহার করেন, তাহলে একটা সময় সারা বিশ্বেকে নেতৃত্বদানের ক্ষমতা রাখবে ভারতবর্ষ। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে প্রধানমন্ত্রী বলেন, 'মহামারি পরিস্থিতি আমাদের শিখিয়েছে স্থানীয় জিনিসই আমাদের কাজে আসবে। আর সেই কারণেই আমাদের স্থানীয়দের কণ্ঠ (ভোকাল ফর লোকাল) হয়ে উঠতে হবে।'
Post a Comment