বর্ষার আগমন ৫ জুনে, সময় অনুপাতে কেরলে বিলম্বিত বৃষ্টিপাত


Odd বাংলা ডেস্ক: কেরলে দক্ষিণ-পশ্চিম বর্ষার আগমন এবার ৪দিন দেরি হওয়ার সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস। জানা গিয়েছে সাধারণত ১ জুন কেরলে বর্ষার আগমন হয়ে যায়, কিন্তু চলতি মরশুমে কেরলে বর্ষা ঢুকবে ৫ জুন। 


শুক্রবার ভারতের আবহাওয়া দফতরের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের চার দিন আগে আগাম বর্ষা ঢুকে পড়তে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের জন্য আন্দামানে বর্ষার আগাম আগমন ঘটবে বলে জানা গিয়েছে। 

কেরলে বর্ষা আগমনে বিলম্ব হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে যার ফলে বৃষ্টিপাতের খানিকটা দেরিতেই হবে। পশ্চিমা হিমালয় অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝাটের কারণে বর্ষা খানিকটা বিলম্বিত।
Blogger দ্বারা পরিচালিত.