সারা দেশে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ১ লক্ষের গণ্ডি পেরোলো, মৃত্যু হয়েছে ৩,১৬৩ জনের


Odd বাংলা ডেস্ক: প্রায় আট সপ্তাহ ধরে লকডাউন চলছে দেশে। আর এই পরিস্থিতিতে করোনা আক্রান্তের সংখ্যা কমে যাওয়া তো দূরস্ত, বরং ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আজ লকডাউনের ৫৬-তম দিনে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষের গণ্ডি পেরোলো। 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসাব অনুসারে শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৯৭০ জন মানুষ! যার ফলে বর্তমানে দেসের মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছলো ১,০১,১৩৯-এ। পাশাপাশি আজ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩,১৬৩ জনের। শেষ ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৩৪ জন। তবে এখনও পর্যন্ত সারা দেশে প্রায় ৩৯,০০০ করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। 

গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া সারা দেশব্যাপী লকডাউনের এটা চতুর্থ দফা চলছে। চতুর্থ দফায় লকডাউন অনেকটাই শিথিল করে দেওয়া হয়েছে। দিল্লি, হায়দরাবাদ, বেঙ্গালুুরু, কলকাতার মতো কয়েকটি বড় শহরে গণপরিবহন ব্যবস্থা ধাপে ধাপে শুরু করার নির্দেশে দেওয়া হয়েছে। তবে দেশজুড়ে এই আক্রান্ত এবং মৃত্যুমিছিল কবে থামবে, তা কেবলই সময়ের অপেক্ষা।
Blogger দ্বারা পরিচালিত.