ফের নজির গড়ল কেরল, ২০০০-এরও বেশি হাউসবোট পরিণত হল কোয়ারেন্টাইন সেন্টারে


Odd বাংলা ডেস্ক: প্রত্যেক রাজ্যেই নিজের মতো করে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে। এবার এক অভিনব উপায়ে করোনার মোকাবিলা করার চেষ্টা করল 'ভগবানের নিজের দেশ' কেরল। করোনা অতিমারি রোধে কেরলের প্রায় ২০০০-এরও বশি হাউসবোটকে পরিণত করা হল আইসোলেশন ওয়ার্ডে, যেখানে পাওয়া যাবে কোয়ারেন্টাইনের সমস্ত সুযোগ-সুবিধা। 

বাইরে থেকে আগত বিপুল সংখ্যক মানুষকে কোয়ারেন্টাইন পরিষেবা দিতে যাতে অসুবিধা না হয়, সেজন্য এই অনন্য উপায় বের করেছে কেরল। তবে এবিষয়ে প্রশাসনকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন হাউসবোটের মালিকরাও। এর ফলে এপ্রিলের শেষ থেকেই কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে ব্যবহার করা হচ্ছে হাউসবোটগুলি। 
Blogger দ্বারা পরিচালিত.