একদিনে সর্বোচ্চ রেকর্ড গড়ে দেশে করোনাক্রান্ত ৫২৪২, মৃত্যু হয়েছে মোট ৩,০২৯ জনের


Odd বাংলা ডেস্ক: আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া পরিসংখ্যান বলছে ভারতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। কারণ একদিনে ৫২৪২ মানুষ নতুন করে কোভিড-১৯-এর স্বীকার হয়েছেন। যার ফলে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে হয়েছে ৯৬,১৬৯! 

পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও, আজ সকালে সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে গিয়ে হয়েছে ৩,০২৯ জন। সারা দেশের মধ্যে সর্বোচ্চ করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে মহারাষ্ট্রে। তারপরে রয়েছে গুজরাট, এরপর তামিলনাড়ু এবং দিল্লি। 


তবে অন্যদিকে করোনার কবল থেকে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৬,৮২৪ জন, যার ফলে দেশে এই মুহূর্তে করোনার কবল থেকে সুস্থ হয়ে ওঠার হার ৩৮.২৯%। চতুর্থ দফার লকডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে, কন্টেনমেন্ট জোনগুলিতে কেবল জরুরীভিত্তিক পরিষেবা চালু থাকবে। যাত্রীবাহী বাস এবং অন্যান্য যানবাহন চালানোর নির্দেশ দেওয়া হলেও বিমান, মেট্রো পরিষেবা, মল, জিম, সিনেমাহল, রেস্তোরাঁ এবং যেকোনও ধরণের বড় সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.