শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৬,৫৬৬ জন, মোট মৃত্যু হয়েছে ৪,৫৩১ জনের
Odd বাংলা ডেস্ক: শেষ ২৪ ঘন্টায় ভারতে ৬,৫৬৬ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে টানা সাতদিন ধরে দেশে প্রতিদিন ৬০০০-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি গত ২৪ ঘন্টার মধ্যে ১৯৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকে এটি এক দিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া পরিসংখ্যানে দেখা গিয়েছে, এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,৫৮,৩৩৩। পাশাপাশি এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪,৫৩১ জন। এখনও পর্যন্ত করোনায় ৬৭,৬৯২ জন সুস্থ হয়ে উঠেছেন।
বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। চলতি সপ্তাহের শুরুতে টানা চার দিনের রেকর্ড বৃদ্ধির পরে সারা বিশ্বের প্রথম দশ করোনা ক্ষতিগ্রস্থ দেশের মধ্যে জায়গা করে নিয়েছে। প্রসঙ্গত, আগামী ৩১ মে চতুর্থ দফার লকডাউন শেষ হয়ে যাচ্ছে। ওইদিন মন কি বাত অনুষ্ঠানে লকডাউন ৫.০ ঘোষণা করতে পারেন বলেই খবর স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে।
Post a Comment