ইমরান খানকে মোদীর থাপ্পড়, ভারতের করোনা আর্থিক প্যাকেজ পাকিস্তানের জিডিপির সমান!



Odd বাংলা ডেস্ক: করোনার জেরে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি। ভারতের অর্থনীতিতেও করোনার থাবা পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা খাতে ২০ লক্ষ কোটি টাকা (রূপি) আর্থিক প্যাকেজ দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন। এই আর্থিক প্যাকেজ প্রায় পাকিস্তানের জিডিপি-র সমান। করোনায় আক্রান্ত অর্থনীতিকে মেরামতের খাতে ভারতে জিডিপির দশ শতাংশ অর্থাত্ মোট ২৬৬ বিলিয়ন মার্কিন ডলার দেওয়া হবে । এদিকে করোনাভাইরাসের জেরে পাকিস্তানের অর্থনীতিও আক্রান্ত। সাম্প্রতিক হিসাব বলছে, এই মুহূর্তে পাকিস্তানের জিডিপি হলো ২৮৪ বিলিয়ন মার্কিন ডলার। এটা বিশ্বব্যাংকের তথ্য। তার মানে- ভারত যত টাকার আর্থিক প্যাকেজ দেবে, পুরো পাকিস্তানের অর্থনীতি সেই অর্থের থেকে একটু বেশি। ভারতের অর্থনৈতিক প্যাকেজ ভিয়েতনাম, পর্তুগাল, গ্রীস, নিউজিল্যান্ডের অর্থনীতির চেয়ে বেশি। করোনার জেরে বিপদে পড়েছে বিশ্ব অর্থনীতি। জাপান তাদের অর্থনীতির প্রায় ২০ শতাংশ দিয়েছে করোনা প্যাকেজ হিসাবে। সিঙ্গাপুর, হংকং ও অস্ট্রেলিয়া দিয়েছে জিডিপির ১০ শতাংশ বা তার থেকে একটু বেশি। তবে অধিকাংশ দেশই নিজেদের জিডিপির দুই থেকে তিন শতাংশ করে দিয়েছে করোনা রিলিফ প্যাকেজ। সেই দিক থেকে দেখতে গেলে বড় অর্থনীতির মধ্যে ভারতই ব্যতিক্রম।
Blogger দ্বারা পরিচালিত.