লকডাউনে পারদ চড়ছে রাজধানীর, তীব্র তাপপ্রভাবের সম্ভাবনা জারি করল মৌসম ভবন


Odd বাংলা ডেস্ক: লকডাউনের মধ্যে উর্ধমুখী দিল্লির পারদ। শুক্রবারই দিল্লির তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। যার ফলে রাজধানী শহরে তাপপ্রবাহ শুরু হওয়ার মতো পরিস্থিতি দেখা দিয়েছে বলে খবর। ভারতের মৌসম ভবন সূত্রে খবর, আগামী কয়েকদিন এই পরিস্থিতি থেকে মুক্তির পথ নেই। 

দিল্লির পালাম এবং লোধি রোডে যথাক্রমে ৪৫.৪ এবং ৪৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এখনও পর্যন্ত সর্বাধিক এবং যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। অন্যদিকে সাফদরজং আবহাওয়া কেন্দ্রটিও মরসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম ভারতে আগামী ২৭ মেয়ে পর্যন্ত এইরকম আবহাওয়া থাকবে, কোনও স্বস্তির খবর মিলবে না। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪২-৪৫ ডিগ্রি সেলসিয়াসের আসে-পাশে।আগামী ২৯ মে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। 
Blogger দ্বারা পরিচালিত.