করোনায় ‘হতাশার মৃত্যু’ ঝুঁকিতে ৭৫ হাজার আমেরিকান
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস মহামারির কারণে তৈরি হওয়া হতাশায় ওষুধ কিংবা অ্যালকোহলের অপব্যবহার এবং আত্মহত্যায় ৭৫ হাজার আমেরিকানের মৃত্যু হতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক হেলথ গ্রুপ ওয়েল বিং ট্রাস্টের বিশ্লেষণে এ আশঙ্কার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে সিএনএন।
করোনাভাইরাসের কারণে কয়েক মাস ধরে লকডাউন চলছে যুক্তরাষ্ট্রে। তাতে বেকারত্ব, অর্থনৈতিক স্থবিরতা, আইসোলেশনের কারণে একাকিত্ব ও মহমারি শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা ‘হতাশার মৃত্যু’র আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। স্থানীয়, অঙ্গরাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিলে এই মৃত্যুর মিছিল থামানো সম্ভব, শুক্রবার প্রকাশিত নতুন রিপোর্টে বলেছেন গবেষকরা।
ওয়েল বিং ট্রাস্টের প্রধান স্ট্র্যাটেজি অফিসার ডা. বেঞ্জামিন এফ. মিলার বলেছেন, ‘উচ্চমানের মানসিক স্বাস্থ্য চিকিৎসা ও সম্প্রদায়ের সমর্থনের উন্নয়নে আমরা যতক্ষণ সমন্বিতভাবে ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় সংস্থান না পাচ্ছি, ততক্ষণ আমার দুশ্চিন্তা হয়তো ওষুধ কিংবা অ্যালকোহলের অপব্যবহার এবং আত্মহত্যার কারণে আমাদের অনেক বাজে পরিস্থিতি দেখতে হবে।’
ওয়েল বিং ট্রাস্ট একটি মানচিত্র প্রকাশ করেছে, যেখানে গত কয়েক বছরের তথ্যের ওপর ভিত্তি করে বিভিন্ন অঙ্গরাজ্য ও কাউন্টি পর্যায়ে এ ধরনের মৃত্যুর চিত্র ফুটে উঠেছে। কোভিড-১৯ রোগের কারণে তৈরি হওয়া বেকারত্ব, আইসোলেশন ও অনিশ্চয়তায় এবার তা ছাপিয়ে যাবে আশঙ্কা গবেষকদের। মহামারির কারণে যারা চাকরি হারিয়েছেন, তাদের চাকরি খুঁজে দিতে স্থানীয়, অঙ্গরাজ্য ও ফেডারেল কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন গবেষকরা
Post a Comment