ঈদের দিনেই আটক পাকিস্তানের 'গুপ্তচর কবুতর', তদন্তে ভারতীয় সেনা



Odd বাংলা ডেস্ক: এক সময় পায়রার পায়ে চিঠি বেধে প্রিয়জনের উদ্দেশ্যে উড়িয়ে দেওয়া হত। এরজন্য অবশ্য ওই জাতীয় পায়রাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হত। তখন অবশ্য ডাক ব্যবস্থার সেরমক উন্নতি হয়নি। কিন্তু বর্তমান প্রযুক্তির যুগে দাঁড়িয়ে প্রিয়জনের খবরাখবর নেওয়া জলভাত। মোবাইল ফোন, ইন্টারনেট, মেল, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো কত কী না আছে? প্রযুক্তির সাহায্যে নিমেষেই পৌঁছে যায় বার্তা। কিন্তু এই বাজারেও যে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের অন্যতম হাতিয়ার পায়রা সেটা আবার প্রমান হল। ফের কাশ্মীর সীমান্তে ধরা পড়ল এরকমই এক সন্দেহভাজন পায়রা। যার পায়ে বাধা ছিল একটি চিরকূট। যেটা উদ্ধার করে রাতের ঘুম উড়েছে জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাকর্তাদের। করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেও পাকিস্তান সীমান্তপার সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে।
Blogger দ্বারা পরিচালিত.