যে কোনও বিবাহিতা নারীর সঙ্গে প্রথম মিলন করে এই গ্রামের পঞ্চায়েত প্রধান



Odd বাংলা ডেস্ক: রোয়ান্ডা, বুরুন্ডি ও উগান্ডা, আফ্রিকার এই ৩ দেশের গহন অরণ্যে বসবাস করে পিগমি ও বান্টু উপজাতি। এই পিগমিদের একটা নিয়ম আছে যার নাম রোন্ডাকা। এই রোন্ডাকা নিয়মে  যে কোনও গ্রামে বিয়ের অনুষ্ঠান হলে সেখানে অবশ্যই গ্রামের প্রধানকে ডাকতে হয়। এই প্রধান হলেন আমাদের দেশের পঞ্চায়েত প্রধানের মতোই। তিনি এসে ওই নারীর সঙ্গে প্রথম যৌন মিলনটা করেন। এবং প্রথম রাত নতুন সেই বউ তাঁর সঙ্গেই কাটায়। 

এর পরে সেই পঞ্চায়েত প্রধান বা গ্রাম প্রধান যদি সেই নারীরে স্বভাব ও চরিত্রের দিক থেকে যোগ্য বলে ঘোষনা করে তবেই সেই গোষ্ঠি বা জনবসতিতে তাঁর থাকার জায়গা হয়। আমাদের সভ্য সমাজে এটা লজ্জার হলেও পিগমিরা এই নিয়ম আজও বজায় রেখেছে। 

তথ্যসূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক
Blogger দ্বারা পরিচালিত.