মুখ্যমন্ত্রীর সঙ্গে আকাশপথে আমফান পরিস্থিতি পর্যবেক্ষণে আজ রাজ্যে নরেন্দ্র মোদী, যাবেন ওড়িশাতেও
Odd বাংলা ডেস্ক: আমফান পরিস্থিতি পরিদর্শন করতে আজ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, বৃহস্পতিবার বাংলা-ওড়িশায় আমফান পরবর্তী পরিস্থিতি পর্যালোচনার জন্য ক্যাবিনেট সচিবের নেতৃত্বে একটি বৈঠক করে ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি, যাতে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে অংশ নেন এরাজ্যের মুখ্যসচিব।
PM Narendra Modi received by West Bengal CM Mamata Banerjee and Governor Jagdeep Dhankhar on arrival at Kolkata Airport. The PM will be conducting an aerial survey of the areas affected by #CycloneAmphan. pic.twitter.com/efrNAog2Sd— ANI (@ANI) May 22, 2020
#CycloneAmphan: For PM's aerial survey visit, Central ministers (who hail from Odisha and West Bengal) Dharmendra Pradhan, Babul Supriyo, Pratap Chandra Sarangi and Debasree Chaudhuri will accompany him. https://t.co/O62klrEQV2— ANI (@ANI) May 22, 2020
West Bengal: Severe damage caused to houses and trees uprooted in Kalagachia village of East Medinipur District due to #CycloneAmphan pic.twitter.com/n6ZO7W1XMN— ANI (@ANI) May 21, 2020
এদিন আকাশপথে হেলিকপ্টারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার আমফান-বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পর্যবেক্ষণ সেরে উত্তর ২৪ পরগনার বসিরহাটে নামবেন তাঁরা। সেখানে রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে ঝড়ে ক্ষয়ক্ষতির মূল্যায়নের জন্য একটি বৈঠক করবেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। বসিরহাটে বৈঠকের পর ওড়িশায় আমফা-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা আছে প্রধানমন্ত্রীর।
Post a Comment