লকডাউন তুলে দেওয়ার স্ট্র্যাটেজি নিয়ে মোদী শাহ বৈঠক! আতঙ্ক বাড়িয়ে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ


Odd বাংলা ডেস্ক: আগামী ৩১ মে শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউনের মেয়াদ। এদিকে পুরনো সব রেকর্ড ভেঙে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে সারা দেশে করোনার সংক্রমণ। একদিনে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭,৪৬৬! যার ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে হল ১ লক্ষ ৬৫ হাজার ৭৯৯ জন! এই পরিস্থিতিতে ৩১ মে-র পর কী ব্যবস্থা গ্রহণ করা হবে, কোন স্ট্র্যাটেজি মেনে এগোনো হবে সেসব নিয়েই প্রধানমন্ত্রীর বাসভবনে আলোচনায় বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

সূত্রের খবর, কীভাবে ধীরে ধীরে লকডাউন থেকে বেরনো যায়, তা নিয়েই এখন স্ট্র্যাটেজি তৈরি করছে কেন্দ্রীর সরকার৷ ১ জুন থেকে কী হবে, তা নিয়ে আলোচনায় বসেছেন মোদী এবং শাহ৷ ৩১ মে বেতারে 'মন কি বাত' অনুষ্ঠানে লকডাউন ৫.০-এর ঘোষণা করতে পারেন মোদী৷

ইতিমধ্যেই করোনা আক্রান্ত সবচেয়ে বেশি, দেশের এরকম ১৩টি শহরের পুর কমিশনার ও জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা৷ দেশের ১৩টি শহরেই সারা দেশের ৭০ শতাংশ করোনা আক্রান্ত রয়েছে৷

Blogger দ্বারা পরিচালিত.