উচ্চ সতর্কতা জারি হওয়ার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে আম্ফান-বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী


Odd বাংলা ডেস্ক: প্রবল গতিবেগ সঞ্চার করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান। আর সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রক এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা ব্যাবস্থাপন সংস্থা (NDMA)-এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। 

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ একটি টুইট করে বলেন যে, দেশের বিভিন্ন স্থানে উদিয়মান ঘূর্ণিঝড় পরিস্থিতি পর্যালোচনা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোগী আজ বিকেল ৪টের সময়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন। 
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে আরও জানানো হয়েছে, ঘূর্ণিঝড় আম্ফান পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আঘাত হানবে এবং বুধবার ঘণ্টায় ১৮৫ কিমি বেগে ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। আরও বলা হয়েছএ, আম্ফান (উম-পুন) বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের কেন্দ্রে অবস্থান করছে। 
ভারতের মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আম্ফান ভারতে তীব্র ঘূর্ণিঝড় হিসাবে আগামী ২০ মে বিকেলে বা সন্ধ্যায় দিঘা ও হাতিয়া দ্বীপের ওপর দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তর ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় আম্ফান সর্বাধিক প্রভাব ফেলবে।
Blogger দ্বারা পরিচালিত.