রক্ষক যখন আতঙ্কে, কস্টেবলের করোনায় মৃত্যু, গড়ফা থানায় পুলিশের বিক্ষোভ


Odd বাংলা ডেস্ক: আমরা সাধারণ মানুষ যে পুলিশের ওপর ভরসা করে থাকি। তারা নিজেরাই পাচ্ছে না সঠিক পরিষেবা। আতঙ্কে তারা নিজে থেকে শুরু করে তাদের পরিবার। 

করোনা হাসপাতালে পুলিশকর্মীর মৃত্যু৷ এরপরই গড়ফা থানায় বিক্ষোভ দেখান অন্যান্য পুলিশকর্মীরা৷ ভাঙচুরও করা হয় থানার একাংশে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বড় কর্তারা। জানা গিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রবিবার এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা গড়ফা থানার এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরকে৷ সেখানেই সোমবার সকালে তার মৃত্যু হয়৷ অভিযোগ, ওই পুলিশকর্মীর যে চিকিৎসার প্রয়োজন ছিল,সময় মতো তা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন বিক্ষোভকারী পুলিশ কর্মীরা। তাঁদের অভিযোগ, আরও আগে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন ছিল। এছাড়া তাকে কেন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হল না৷ কেন এমআর বাঙুরের সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস (সারি) ওয়ার্ডে ভর্তি করা হল৷
Blogger দ্বারা পরিচালিত.