কলকাতায় এবার ৫ কিলোমিটার যেতে ভাড়া দিতে হবে ৩৫ টাকা



Odd বাংলা ডেস্ক: আবার বাস মালিকদের পক্ষ থেকে দাবি উঠল বাস ভাড়া বাড়ানোর। তাদের দাবি যদি একটা সিটে একজন লোক নিয়ে চলতে হয় তাহলে তাদের সাংঘাতিক লস হবে। বেসরকারি বাসের বর্ধিত ভাড়া নিয়ে সরকারের সঙ্গে দড়ি টানাটানির মধ্যেই ভাড়ার নতুন তালিকা জমা দিলেন বাসমালিকরা। তিনগুণ নয়, এবার ন্যূনতম বাসভাড়া দ্বিগুণ বৃদ্ধির দাবি জানালেন তাঁরা। বৃহস্পতিবার নতুন ভাড়ার তালিকা রাজ্য পরিবহণ দফতরের হাতে তুলে দেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের কর্তারা। তবে এই ভাড়ার তালিকায় সরকার স্বীকৃতি দেবে কি না সেব্যাপারে কোনও নির্দেশ মেলেনি। নতুন প্রস্তব অনুসারে, বেসরকারি বাসের ন্যূনতম ভাড়া হবে ১৪ টাকা। যা বর্তমান ন্যূনতম ভাড়ার দ্বিগুণ। ওই ভাড়ায় ২ কিলোমিটার যাওয়া যাবে। তার পর প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ৫ টাকা করে। এই হিসাব অনুসারে ৫ কিলোমিটার যেতে ভাড়া দিতে হবে ৩৫ টাকা। এর আগে বাসের ন্যূনতম ভাড়া ২০ টাকা করে প্রতি ২ কিলোমিটারে ৫ টাকা করে বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন বাস মালিকরা। সেই হিসাব মতো ৫ কিলোমিটার দূরত্ব যেতে খরচ হত ৩০ টাকা। অর্থাৎ ন্যূনতম ভাড়া কমলেও আসলে বেশি দূরত্বে খরচ হবে বেশি।
Blogger দ্বারা পরিচালিত.