ভয়াল রূপ ধারণ করতে চলেছে আম্ফান, এরাজ্যে হতে পারে বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও



Odd বাংলা ডেস্ক: সারা দেশজুড়ে এমনিতেই যখন করোনা-ভয়ে কাতর। তার মধ্যে আতঙ্ক বাড়িয়ে ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় আম্ফান। দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে রয়েছে, যাতে করে মনে করা হচ্ছে যে, আগামী ৩-৪ দিনের মধ্যে তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে আছড়ে পড়তে পারে।

আবহাওয়া দফতর আশঙ্কা প্রকাশ করেছে যে, দক্ষিণ বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ঘনীভূত হয়েছে তা শনিবার বিকেলের মধ্যে ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় আম্ফান নিজের শক্তি বাড়াবে মধ্য বঙ্গোপসাগরের কাছে গিয়ে। তারপর সেখান থেকে তা ক্রমশ স্থলভাগের দিকে এগোবে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড়টি ওড়িশার দক্ষিণ ও অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগে আছড়ে পড়তে পারে। তবে এরাজ্যেও এর প্রভাব পড়বে বলেই জানিয়েছেন আবহবিদরা। এর ফলে পশ্চিমবঙ্গেও প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। 

আগামী ৫-৬ দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদনীপুরে হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। সঙ্গে উপকূলীয় অঞ্চল দিয়ে বয়ে যেতে পারে দমকা হাওয়া।
Blogger দ্বারা পরিচালিত.