মাথা ঘুরে যাবে, ভারতের এই জেলায় ৫৯ পয়সা প্রতি কেজি পেঁয়াজ



Odd বাংলা ডেস্ক: কিছুদিন আগেও আকাশছোঁয়া ছিল পেঁয়াজের দাম ৷ বেশকিছু জায়গায় ১৫০ থেকে ২০০ টাকা কেজি দামে কিনতে হয়েছিল পেঁয়াজ ৷ অথচ এখন তেলঙ্গনায় মাত্র ৫৯ পয়সায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা ৷ দেশের বিভিন্ন মন্ডিতে গত ১০ দিনে ৫৯ পয়সা থেকে ৩.৫ টাকা প্রতি কিলোগ্রামে দামে বিক্রি হয়েছে পেঁয়াজ ৷ সরকারি ওয়েবসাইটে এই দাম দেওয়া রয়েছে ৷ পেঁয়াজের উৎপাদন থেকে মন্ডি পর্যন্ত নিয়ে যেতে প্রতি কিলোগ্রামে কৃষকদের ন্যূনতম ৮ থেকে ৯ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে ৷ এই হিসেবে পেঁয়াজ বিক্রি হলে সরকার ২০২২ পর্যন্ত কী করে কৃষকদের আয় দ্বিগুণ করবে এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন ৷

কৃষকরা ১ টাকার কমে পেঁয়াজ বিক্রি করলেও শহরে ২০ টাকা দিয়ে ১ কিলোগ্রাম পেঁয়াজ কিনতে হচ্ছে ৷ তাহলে এই ১৯ টাকা কে লাভ করছে ? মার্কেটে কয়েকমাস আগে ১২০ টাকা কিলো পেঁয়াজ যখন বিক্রি হচ্ছিল তখনও এর লাভ কৃষকরা পাচ্ছিল না ৷ এবং এখন যখন ২০ টাকা কিলো বিক্রি হচ্ছে তখনও তারা কোনও লাভ পাচ্ছেন না ৷ এর মূল কারণ হচ্ছে সাপ্লাই চেনে গন্ডগোল ৷ এর পাশাপাশি স্টোরেজ না থাকা একটি বড় কারণ ৷ যেখানে আলু বা পেঁয়াজ চাষ হয় সেখানে স্টোর নেই ৷ মান্ডিগুলির কাছে স্টোর রয়েছে যার লাভ ব্যবসায়ীরা নিয়ে থাকেন ৷ পেঁয়াজের MSP (Minimum Selling Price) না থাকাও একটা বড় কারণ ৷
Blogger দ্বারা পরিচালিত.