পরিযায়ী শ্রমিকদের নিয়ে ঠাট্টা করলেন গান্ধী ভাই-বোন, রাহুল ও প্রিয়াঙ্কা



Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস মহামারির কারণে কর্মহীন হয়ে ঘরে ফিরতে থাকা শ্রমিকদের কষ্ট বুঝতে ফুটপাতে নেমেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার দিল্লি থেকে ট্রাকে চেপে ওই শ্রমিকরা নিজ রাজ্যে ফিরছিলেন। পথে সুখদেব বিহার ফ্লাইওভারে ট্রাক থামলে কয়েকজন বিশ্রাম নিতে ফুটপাতে গিয়ে বসেন। এসময় তাদের সঙ্গে কথা বলতে ফুটপাতেই বসে পড়েন রাহুল। পরে সেই রাহুল গান্ধীই এবার পরিযায়ী শ্রমিকদের নিয়ে ঠাট্টা করলেন। 

আসলে সোমবার তিনি ঘোষণা করেছিলেন কংগ্রেসের তরফে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে কিছু বাসের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এই বাসগুলির নম্বর যখন বিভিন্ন রাজ্য সরকারের কাছে পৌঁছায় তখন উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। গান্ধী ভাই ও বোন মিলে যে বাসগুলি পাঠানোর কথা বলা হয় সেগুলি আদতে বাসই নয়। প্রথমে রাহুল গান্ধী দাবি করেছিলেন যে উত্তরপ্রদেশ সরকার তার কাছ থেকে বাসগুলি নিতে চাইছে না। পরে উত্তরপ্রদেশ সরকারের তরফে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় যে ওগুলি আসলে অটোরিক্সা, বাইক, লরির নম্বর। কোনও বাসের ব্যবস্থা কংগ্রেস করেনি। এদিকে এই ঘটনায় বিজেপির তরফে বলা হয়েছে, এই ঘটনা খুবই লজ্জাজনক। এবং কংগ্রেসের উচিত পরিযায়ী শ্রমিকদের কাছে ক্ষমা চাওয়া।  
Blogger দ্বারা পরিচালিত.