৩১ মের পর উঠে যাবে লকডাউন? বিশেষ ঘোষণা রেল মন্ত্রকের


Odd বাংলা ডেস্ক: চতুর্থ দফার লকডাউন শেষ হবে আগামী ৩১ মে। আর তার পরদিন থেকেই অর্থাৎ ১লা জুন থেকে ধীরে ধীরে শুরু হবে ট্রেন চলাচল। রেলমন্ত্রী পীযুষ গোয়েল মঙ্গলবার জানিয়েছেন, আগামী ১ জুন তেকে নন-এসি প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে। আপাতত ২০০টি বিশেষ প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে।  

রেলমন্ত্রী এদিন বলেন, টিকিট মিলবে কেবলমাত্র অনলাইনে, স্টেশনে কোনও টিকিট কাউন্টার খোলা হবে না। তাই কেউ যেন স্টেশনের টিকিট কাউন্টারে গিয়ে ভিড় না জমান সেকথাও তিনি স্পষ্ট করে জানিয়েছেন। আর কয়েকদিনের মধ্যেই ট্রেনের বুকিং শুরু হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন রেলমন্ত্রী। 

যাত্রীদের সুবিধার্থে আগামী কয়েকদিনের মধ্যেই ওই ২০০টি বিশেষ নন-এসি ট্রেনের টাইম টেবিল দিয়ে দেওয়া হবে। নভেল করোনাভাইরাসের কারণে এই মুহূর্তে এসি ট্রেন চালানোর কোনও পরিকল্পনা নেই। 
Blogger দ্বারা পরিচালিত.