রাজস্থানে তাপমাত্রার পারদ ছুঁল ৫০ ডিগ্রি, দিল্লি-সহ একাধিক জায়গায় চলবে তাপপ্রবাহ


Odd বাংলা ডেস্ক: একেই পঙ্গপাল হানা দেওয়ায় বিপুল ক্ষতি হয়েছে রাজস্থানে, তারই মধ্যে তাপপ্রবাহও শুরু হয়েছে সেরাজ্যে। রাজস্থানের চুরুতে সর্বোচ্চ তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁল। পাশাপাশি উত্তর-পূর্ব ভারতে নয়াদিল্লির পালামে ৪৭.৬ ডিগ্রি, নাগপুরে ৪৬.৮ ডিগ্রি পৌঁছে গিয়েছে তাপমাত্রা। অন্তত ২৮ মে পর্যন্ত তাপপ্রবাহের এই দাপট চলতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। তবে তার পর পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে গরম বেশ কিছুটা কমতে পারে। দিল্লি ও ওড়িশাতেও তাপপ্রবাহের ইঙ্গিত রয়েছে।

মহারাষ্ট্রের নাগপুরে তাপমাত্রা ছিল ৪৭.০ ডিগ্রি, উত্তরপ্রদেশের আগ্রা ৪৬.৬ ডিগ্রি, তেলঙ্গানার আদিলাবাদ ৪৬.৩ ডিগ্রি, নয়াদিল্লির পালাম ৪৬.২ ডিগ্রি। তাপপ্রবাহে তপ্ত উত্তর-পশ্চিম, পশ্চিম ও মধ্য ভারত। রাজস্থানের চুরুর সর্বোচ্চ তাপমাত্রা আগেই পৌঁছেছিল ৪৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। 

গত মরশুমে রাজস্থানের কয়েকটি অঞ্চলে তাপমাত্রা পঞ্চাশ পার করেছিল প্রায় বেশ কয়েকদিন ধরে। চলতি মরশুমের শুরুতে গরমের দাপট তুলনায় কম থাকলেও, মে-র শেষে চেনা মেজাজে বিরাজ করছে গ্রীষ্ম। আবহবিদরা জানিয়েছেন, আরব সাগরের উপর একটি বিপরীত ঘূর্ণাবর্ত থাকায় পশ্চিম এশিয়া ও পাকিস্তান থেকে উষ্ণ বায়ু অর্থাৎ লু দেশের পশ্চিমে ঢুকছে। তবে মেঘের চাদর থাকায় পশ্চিমবঙ্গে পৌঁছতে পারছে না লু। 
Blogger দ্বারা পরিচালিত.