আমফানে ভাঙল রানি রাসমণির স্মৃতি বিজরিত বাড়ি




Odd বাংলা ডেস্ক: গোটা বাংলা বিধ্বস্ত ঘূর্ণিঝড়ে। আমফানের দাপটে ভেঙে পড়েছে রানি রাসমণির ২০০ বছরের পুরনো বাড়ি। পুরনো এই বাড়ি আয়লা, বুলবুল, ফণীর কাছে হার না মানলেও আমফানের কাছে নতি স্বীকার করতেই হল তাকে। গতকাল সকাল থেকেই আমফানের খবর কেমন যেন ভয় দেখাচ্ছিল রানি রাসমণির বংশধরের এন্টালির বাড়িটিতে। 

পুরানো বাড়ির সামনে একটি বড় বট গাছ যেন ভয় দেখাচ্ছিল রাসমণির বংশধর পূর্বা দাসকে। তারপর সন্ধ্যা হতেই ঝড়ের তাণ্ডব বাড়তেই বড় গাছটি পড়ে যায় বাড়ির ওপর। সে সময় বিকট আওয়াজ পেয়ে পূর্বা গিয়ে দেখেন তার ভয় শেষমেশ সত্যি হয়েছে। তবে বাড়ির বারান্দা ছাড়া কিছুই ক্ষতি হয়নি, ঘরে থাকা কিছু জিনিস ছড়িয়ে গিয়েছে বাড়ির মধ্যেই। কিন্তু যদি আরও বৃষ্টি হয় তাহলে বিপদ বাড়তে পারে। এছাড়া পূর্বা দাস জানান, বৃহস্পতিবারই ঘটনাস্থলে আসেন এলাকার কাউন্সিলর আমিরুদ্দিন ববি। তিনি জানান রাজ্য সরকারকে তিনি এই বিষয়ে তলব করবেন। 
Blogger দ্বারা পরিচালিত.