সারা দেশে করোনায় মৃতের সংখ্যা ৪ হাজারের গণ্ডি পেরোল, একদিনে ভারতে সর্বোচ্চ করোনায় আক্রান্ত ৬৯৭৭


Odd বাংলা ডেস্ক: গত তিনদিনের পর আজ সোমবার ভারতের চতুর্থ সর্বোচ্চ রেকর্ড গড়ল দেশের করোনা আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯৭৭ জন, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। যার ফলে মাত্র একদিনে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে হল ১,৩৮,৮৪৫। 

পাশাপাশি শেষ ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫৪ জনের, যার ফলে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে গিয়ে হল ৪,০২১। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, দেশে কোভিড অ্যাক্টিভ কেস এক ঝটকায় বেড়ে গিয়ে হল ৭৭,১০৩। তবে এখনও পর্যন্ত দেশে ৫৭,৭২০ জন করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন। স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে দেশে করোনায় সুস্থতার হার ৪১.৫৭%। 

রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত যে ১৫৪ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৫৮ জন মহারাষ্ট্রের, ৩০ জন দিল্লির, ২৯ জন গুজরাটের, ৯ জন মধ্য প্রদেশের, ৮ জন তামিলনাড়ুর, ৬জন উত্তর প্রদেশের, চারজন তেলেঙ্গানার, রাজস্থান ও পশ্চিমবঙ্গ থেকে তিনজন করে মারা গিয়েছেন। বিহার থেকে ২জন এবং পঞ্জাব এবং উত্তরাখণ্ড থেকে ১ জন করে মৃত্যু হয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.