আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত রইল ট্রেন চলাচল, জানিয়ে দিল রেল মন্ত্রক
Odd বাংলা ডেস্ক: নিয়মিত যাত্রী পরিষেবার জন্য সমস্ত টিকিট বাতিল করে দিল ভারতীয় রেল। বৃহস্পতিবার সকালে রেল মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে আগামী ৩০ জুন পর্যন্ত বুকিং করা সমস্ত মেল, এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। রেল সূত্রে আরও জানানো হয়েছে, সমস্ত যাত্রীদের টিকিট বুকিং-এর যাবতীয় খরচ ফেরত দেওয়া হবে।
যদিও চলতি সপ্তাহে শুরু হওয়া দিল্লি থেকে ১৫টি বড় শহরের বিশেষ 'প্যাসেঞ্জার ট্রেন' এবং 'শ্রমিক ট্রেন' নিয়ম মেনে চলাচল করবে। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, গতমাসে, লকডাউন শুরুর আগে বুক করা ৯৪ লক্ষ টিকিট বিক্রি করে ১,৪৯০ কোটি টাকা ফেরত দিয়েছে ভারতীয় দেয় রেল। পাশাপাশি লকডাউনের প্রাথমিক পর্যায়ে, ২২ মার্চ থেকে ১৪ এপ্রিলের মধ্যে বুক করা টিকিটের ৮৩০ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রবিবার ধাপে ধাপে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালুর ঘোষণা করল রেল। এই বিশেষ ট্রেন, মঙ্গলবার প্রথম ধাপে যাত্রা শুরু করে, সেগুলি দিল্লি থেকে যাত্রা শুরু করে যাবে অসম, ওড়িশা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, গুজরাট, জম্মু, ঝাড়খণ্ড, কর্নাটক, কেরল, মহারাষ্ট্র এবং ত্রিপুরা।
Post a Comment