'পরিযায়ী শ্রমিকরা যাতে পায়ে না হাঁটেন, পর্যাপ্ত জল-খাবার পান, তা দেখতে হবে রাজ্যকেই': কেন্দ্র
Odd বাংলা ডেস্ক: ভিনরাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের যাতায়াতের ভার এবার থেকে রাজ্যগুলিকেই নিতে হবে বলে শুক্রবার সাফ জানিয়ে দেয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রত্যেকটি রাজ্যের কাছে অনুরোধ করা হয়েছিল যে, প্রত্যেকটি রাজ্যকে দায়িত্ব নিতে হবে যে, তাদের অভিবাসী শ্রমিকরা যাতে রাস্তায় কিংবা রেললাইন ধরে পায়ে হেঁটে ঘরে না ফেরার চেষ্টা করেন সেদিকে নজর রাখতে হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা জানিয়েছেন, 'এখন সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দায়িত্ব যে, আটকা পড়া অভিবাসী শ্রমিকরা নিজ নিজ রাজ্যে যেতে ইচ্ছুক হলে, তাদের চলাচল সহজতর করতে হবে।' তিনি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি লিখে জানিয়েছেন যে, অভিবাসী শ্রমিকদের যদি রাস্তায় বা রেললাইনের পথে হাঁটতে দেখা যায়, তাহলে তাদের জন্য পর্যাপ্ত খাবার এবং আশ্রয় দানের পরামর্শ দিয়েছিলেন তিনি। পাশাপাশি অভিবাসীদের তাদের নিজ নিজ রাজ্যে পৌঁছানোর জন্য সরকার দ্বারা পরিচালিত 'শ্রমিক ট্রেন' বা 'বিশেষ বাস'-এ উঠতেও সহায়তা করার আর্জি জানিয়েছেন তিনি।
কেন্দ্রের এই আবেদনের পর তা শীর্ষ আদালতে গেলে, সুপ্রিম কোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় যে, শীর্ষ আদালতের পক্ষে এই বিষয়ে নজরদারি চালানো সম্ভব নয় যে, কোন শ্রমিক কীভাবে বাড়ি পৌঁছচ্ছে, এবং তাঁদেকর যাতায়াত আটকে দেওয়াও সম্ভব নয়। আর সেই কারণেই কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন করল সুপ্রিম কোর্টও। সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরিযায়ী শ্রমিকদের যাবতীয় সুবিধার বিষয়গুলি নিশ্চিত করতে রাজ্যগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
Post a Comment