করোনাভাইরাস মোকাবিলায় আগামী ৩ মাস ১৪৪ ধারা জারি করল এই রাজ্য
Odd বাংলা ডেস্ক: সারা রাজ্যে যাতে করোনাভাইরাসের ছড়িয়ে পড়া রোধ করার জন্য আগামী ৩ মাস পর্যন্ত গোটা রাজ্যে ১৪৪ ধারা জারি রাখার সিদ্ধান্ত নিল ছত্তিশগড় সরকার। কেন্দ্রের তরফে চতুর্থ দফার লকডাউনের মেয়াদ আগামী ৩১ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আর তার ঠিক একদিন বাদেই এই সিদ্ধান্ত নিল ছত্তিশগড় রাজ্য সরকার।
প্রসঙ্গত, কেন্দ্রের তরফে সংশ্লিষ্ট রাজ্যের রেড, গ্রিন এবং অরেঞ্জ জোন ভাগ করার অনুমতি দেওয়া হয়েছে রাজ্য সরকারগুলিকে। ছত্তিশগড়ের ২৮টি জেলার কালেক্টররা তাদের রিপোর্ট পেশ করার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোটা পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। কারণ রিপোর্টে এখনও বেশকিছু জায়গায় করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
আর সেই কারণেই ছত্তিশগড় সরকারের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি এবং জেলা কালেক্টরদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে রাজ্যে ১৪৪ ধারার মেয়াদ বৃদ্ধি করাটা অনিবার্য হয়ে পড়েছে। তাই আগামী ৩ মাস পর্যন্ত এই মেয়াদ বৃদ্ধি করা হল।
Post a Comment